উজিরপুর বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৮, ২০২৪ | ৮:২৮ অপরাহ্ণ

নাজমুল হক মুন্না ::
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য এইচ,এম জামান কবির ( ৭৫) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১৮ ফেব্রুয়ারি ভোর ০৪ টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ মৃত্যুবরণ করেন করেন,ইন্নাল্লি……রাজেউন।তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন ।

তিনি মৃত্যুকালে ১ স্ত্রী, ৩ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৮ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৫:০০ টার দিকে মরহুমের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করেন উজিরপুর উপজেলা প্রশাসন’র পক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ। গার্ড অব অনার পরিচালনা করেন এস আই রাকিবুল ইসলাম সহ উজিরপুর মডেল থানা চৌকস টিম। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী বীর মুক্তিযোদ্ধা কে গার্ড অফ অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল,বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউসুব হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আকরাম হোসে, বীর মুক্তিযোদ্ধা মো: আলম শরীফ, বীর মুক্তিযোদ্ধা মো আয়নাল হক,বীর মুক্তিযোদ্ধা মো:হাবিবুর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নান্না খান, বামরাইল ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, বামরাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি, আসাদুজ্জামান সজিব শরিফ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃ বৃন্দ।
মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার পূর্বে উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আক্রাম হোসেন, মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা করেন এবং মরহুম বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও উপজেলার সকল মুক্তিযোদ্ধার পক্ষে তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host