পটুয়াখালীতে মুজিববর্ষ উপলক্ষে মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করেন ডিআইজি

প্রকাশের তারিখ: জুলাই ৩০, ২০২০ | ৮:১৮ অপরাহ্ণ

মির্জা আহসান হাবীব ঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে ৩০ জুলাই বেলা ১১ টায় বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম পটুয়াখালী জেলার দুমকি থানাধীন লেবুখালী ফেরিঘাটে পায়রা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এ ছাড়াও বেলা ১২ টায় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৩ টি করে গাছের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসাবে পটুয়াখালী পুলিশ লাইলে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন ডিআইজি মোঃ শফিকুল ইসলাম । এ সকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোঃ বিল্লাল হোসেন, বন বিভাগের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যে বলেন- মৎস্য আমাদের অন্যতম জাতীয় সম্পদ। সদাশয় সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে বিগত কয়েক বছরে দেশে মাছের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলে তা জাতীয় আয় বর্ধনে ব্যাপক সহায়তা করে। এজন্য তিনি সমাজের সকল সামর্থ্যবান নাগরিকবৃন্দকে এ কাজে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host