ফিলিস্তিনে অনাহারে মরছে শিশুরা: ডব্লিউএইচও

প্রকাশের তারিখ: মার্চ ৫, ২০২৪ | ৬:১৭ অপরাহ্ণ

বাণী ডেস্ক: ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাংশের শিশুরা অনাহারে মারা যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস।
রোববার (৩ মার্চ) সংস্থাটি গাজার আল-আওদা ও কামাল আদওয়ান হাসপাতাল পরির্দশন করে সেখানে ‘ভয়াবহ পরিস্থিতি’ দেখেছে বলে তেদ্রোস জানান। অক্টোবরের প্রথমদিকের পর থেকে এই প্রথম সেখানে যাওয়ার সুযোগ পেয়েছেন তারা।
সামাজিক মাধ্যমে এক পোস্টে পরিদর্শনের বিষয়ে তিনি লিখেছেন, খাবারের অভাবে ১০টি শিশুর মৃত্যু হয়েছে আর সেখানে ‘গুরুতর পর্যায়ের অপুষ্টি’ বিরাজমান, হাসপাতাল ভবনগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।
রোববার হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় অন্তত ১৫ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার ফিলিস্তিনি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ওয়াফা জানায়, রবিবার গাজার দক্ষিণাংশের শহর রাফায় একই কারণে আরেকটি শিশুর মৃত্যু হয়েছে।
ড. তেদ্রোস লিখেছেন, ‘গাজার উত্তরাংশের হাসপাতাল ভবনগুলো ধ্বংস করে ফেলা হয়েছে, অপুষ্টির মাত্রা তীব্র, অনাহারে শিশুরা মারা যাচ্ছে; জ্বালানি, খাবার ও ওষুধের গুরুতর সংকট রয়েছে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host