সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কে চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ: মার্চ ১১, ২০২৪ | ৬:৩২ অপরাহ্ণ

সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল মহাসড়কে সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য চোরাইভাবে ক্রয় ও বিক্রয়ের সময় চোরাই মালামালসহ চোর চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‍্যাব। এসময় ৪টি ট্রাক জব্দ করা হয়েছে।

গত (১০ মার্চ) রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে
সলঙ্গা থানার ধোপাকান্দি হাটিকুমরুল- ঢাকাগামী মহাসড়কের এ্যারিস্টোক্রেট হোটেলের বিপরীত পাশে এ অভিযান চালানো হয়।

আটককৃত আসামীরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামের আবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫), রায়গঞ্জ উপজেলার বাশুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২১),সলঙ্গার ধোপাকান্দি গ্রামের মুকুল হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (২১), ধোপাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে নুর ইসলাম (২৬), জয়পুরহাটের ক্ষেতলাল থানার ইটাখোলা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ইমরান হোসেন (৩৫), দিনাজপুর ফুলবাড়ি থানার রাজারামপুর গ্রামের হাইকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৪), পঞ্চগড় সদর থানার ভুজারীপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৩০), ও পশ্চিম মলানী গ্রামের হাফেজ আলীর ছেলে জসিম উদ্দিন (২৪)।

সোমবার দুপুরে র‍্যাব-১২’র কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ সরকারী ও ব্যক্তি মালিকানাধীন পণ্য (রড, ধান, চাল) দেশের বিভিন্ন স্থান হতে ট্রাকে লোড করে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার মহাসড়কের স্থায়ী/অস্থায়ী টিনশেড ও পাকা বিল্ডিংয়ের দোকান ঘরে কালো কাপড় দিয়ে ঢেকে সেখানে ট্রাক প্রবেশ করে সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য (রড, ধান, চাল) চোরাইভাবে ক্রয়-বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের ৮ সদস্যকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host