গ্রাম উন্নয়ন কর্ম কর্তৃক সম্মাননা পেলেন বগুড়ার সাংবাদিক মুহাঃ আবু মুসা

প্রকাশের তারিখ: মার্চ ১২, ২০২৪ | ৬:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক—

সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন বগুড়ার সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা (জাতীয় দৈনিক ভোরের কাগজ, ডেইলী মর্নিং গ্লোরী ও স্থানীয় দৈনিক বগুড়া)। তিনি (মুসা) সাংবাদিকতার পাশাপাশি সমাজের নানামূখী কাজ করার স্বীকৃতি স্বরুপ তাকে এই সম্মাননা দেয়া হয়েছে। সোমবার গাবতলীর তরফমেরু খেলার মাঠে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) আয়োজিত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় কৈশোর কর্মসুচীর আওতায় কৈশোর মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাবতলীতে গাক এর প্রকল্প সমন্বয়কারী (সমৃদ্ধি কর্মসুচী) ইব্রাহিম আলীর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার (ইনচার্জ) রাইসুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর গাবতলী শাখা ব্যবস্থাপক মাকসুদুল আলম, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সভাপতি ও গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ আবু মুসা, বিশিষ্ঠ ফুটবল খেলোয়াড় মজিবুর রহমান লজিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান বাপ্পী, স্থানীয় ইউপি মেম্বার, রেজাউল করিম আঃ রাজ্জাক, আবু সাঈদ, আব্দুস সালাম, হারুন অর রশিদ পাতা, শিরিন আকতার, মর্জিনা খাতুন, যুবলীগ নেতা মিজানুর রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক রেজওয়ানুল হক মানিক, হিজবুল্লাহ প্রমূখ। সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা ছাড়াও বিশিষ্ঠ ফুটবল খেলোয়াড় মজিবুর রহমান লজিক, সাংস্কৃতিক ব্যক্তি কনক সরকারসহ ৪জনকে এই সম্মাননা স্বারক দেয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ উপস্থিত না থাকায় তার পক্ষে মেম্বাররা সম্মাননা স্বারকটি গ্রহন করেন। কৈশোর মেলায় ষ্টল গুলোতে নানা ধরনের শিক্ষানীয় বিষয় প্রদর্শন করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host