প্রধানমন্ত্রী ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেঃ হেনরী এমপি

প্রকাশের তারিখ: মার্চ ১২, ২০২৪ | ৭:১৬ অপরাহ্ণ

সেলিম শিকদার সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত (১২ মার্চ ২০২৪)মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭৯ জন শিক্ষার্থীর মাঝে ৭ লক্ষ ২৫ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি প্রদান ও ১৯ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজনে ও বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন সিরাজগঞ্জের সহযোগিতায় এবং উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ড,জান্নাত আরা হেনরী। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দীপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসনা হেনা, কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়া মুন্সি বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সিপন চন্দ্র সিং ও সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক নিবির সরকার, কোষাধ্যক্ষ দুলাল সিং,সোনা সিং প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ ও কামারখন্দ সংসদ সদস্য ড,জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার মান উন্নয়নে কমলমতি শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতেই নতুন পাঠ্যবই বিতরণ, শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদানসহ নানা ভাবে সহায়তা করে থাকে। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়নেও কাজ করে আসছে। ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষদের শিক্ষা, স্বাস্থ্য,খাদ্য ও বাসস্থানসহ সকল উন্নয়নে কাজ করে যাচ্ছে। আলোচনা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের প্রথম থেকে পঞ্চম শ্রেনীর ৭৫জন শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার ৫শ টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ৫০জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেনীর ২৫জন শিক্ষার্থীকে জনপ্রতি ৯ হাজার ৫শত টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও ১৯জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host