রাজাপুরে ৪ ইট ভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ: মার্চ ১৩, ২০২৪ | ৭:০৫ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি—
ঝালকাঠির রাজাপুরে ৪ টি ইট ভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের মেসার্স বড়ইয়া ব্রিকস এর লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় তার মালিককে ১ লাখ টাকা জরিমানা, সদর ইউনিয়নের আঙ্গারিয়া এলাকায় মেসার্স হাওলাদার রিয়েলস্ট্রেট ব্রিকস এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। অপরদিকে উপজেলার গালুয়া ইউনিয়নের সেভেন স্টার ব্রিকস এর মালিক’কে এক লাখ টাকা এবং উপজেলা সদরের উত্তর বাঘড়ি এলাকায় মেসার্স আকন ব্রিকস এর মালিক’কে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব। এ সময় রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.আতাউর রহমান সহ থানা পুলিশ অভিযানে সহায়তা করেন। ইউএনও ফারহানা ইয়াসমিন বলেন, বিভিন্ন ইট ভাটায় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় তার মালিককে জরিমানা করে ইট ভাটা বন্ধ করে দেয়া হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host