ভারতে বিষাক্ত মদপান করে ৮৬ জনের মৃত্যু ! গ্রেফতার-২৫

প্রকাশের তারিখ: আগস্ট ২, ২০২০ | ৯:৩৪ পূর্বাহ্ণ

বরিশাল বাণী ডেস্ক: উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে স্থানীয়ভাবে অবৈধ উপায়ে তৈরি এ মদপান করে কয়েক দিনে তাদের মৃত্যু হয়েছে। শনিবার পুলিশ একশ’র বেশি এ ধরনের মদের আস্তানায় অভিযান চালিয়েছে। গ্রেপ্তাররা মদ তৈরি ও বিক্রিতে জড়িত বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। বিবিসি

ভারতে প্রতি বছর শত শত মানুষ বিষাক্ত মদপান করে মারা যায়। দৃষ্টিশক্তিও হারায় বিপুল মানুষ। সাম্প্রতিক সময়ে বিষাক্ত মদপানে মৃত্যুর সংখ্যা বেড়েছে। শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং মদপানে মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দেন।

সূত্র জানায়, অবৈধ মদ তৈরির পর বিক্রি করা হয় রাস্তার পাশের দোকানে; সেখান থেকে তা সরবরাহ করা হয় গ্রাহকদের কাছে।
শুক্রবার মদ না পেয়ে স্যানিটাইজার পান করায় অন্ধপ্রদেশে ১০ জন মারা গেছে। ভারতে অবৈধ মদপানে মৃত্যুর ঘটনা একেবারেই সাধারণ। দেশটির গ্রামাঞ্চলে অবৈধ মদপানও সাধারণ ঘটনা। বিভিন্ন ব্র্যান্ডের মদের চেয়ে এর দাম কম হওয়ায় নি¤œ আয়ের মানুষ এ মদ সেবন করে থাকে।

অনেকেই আবার স্থানীয়ভাবে তৈরি মদের সঙ্গে মিথানল মেশায় নেশা বাড়ানোর জন্য। সামান্য মিথানল অন্ধত্ব ও লিভার নষ্টের কারণ হতে পারে। এ কারণে মৃত্যুও হতে পারে।

আমাদের সময় ডটকম

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host