বরগুনায় ১০ টাকায় হাজার টাকার বাজার পেল ৩ শতাধিক পরিবার

প্রকাশের তারিখ: মার্চ ১৮, ২০২৪ | ৮:২৬ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি ::: বরগুনায় সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকায় পবিত্র মাহে রমজানের রোজার বাজারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এখানে নামে মাত্র ১০ টাকায় পাচ্ছে চাল, ডাল, ছোলা, ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় হাজার টাকার দ্রব্য।

সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় বরগুনা বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে দিনব্যাপী ১০ টাকার সুপারশপে পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহঃ রফিকুল ইসলাম। আয়োজকরা এই বাজারের নাম দিয়েছেন ‘রোজাদারের রোজার বাজার’ যেখানে প্রতিটি পণ্যের দাম মাত্র ১ টাকা। সুবিধাবঞ্চিত দুস্থ ও অসহায় ৩ শতাধিক পরিবার এই সুবিধাটি গ্রহণ করতে পারবে।

ভোজ্যতেল, চাল-ডাল, ছোলা, লবণ, ডিম, মাছ, সহ ১৫টি পণ্যের সমাহার ছিল সুপারশপে। নির্দিষ্ট শর্তে ১০ টাকার টোকেন নিয়ে দুস্থ ও অসহায় মানুষজন চাহিদা মতো যেকোন ১০ টি পণ্য বাছাই করে নিতে পারবেন।

অনুষ্ঠানের সভাপতি বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোঃ জামাল উদ্দিন বলেন, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা এই রমজানে সারাদেশে ২০ হাজার পরিবারে পৌঁছে দিব এই নির্ধারিত মূল্যের বাজার।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host