তালতলীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল সংরক্ষিত টেংরাগিরি বন

প্রকাশের তারিখ: মার্চ ২৫, ২০২৪ | ৭:৫৫ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার তালতলীতে সংরক্ষিত টেংরাগিরি বনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রায় ১৭ ঘণ্টা পরে আজ সোমবার বেলা ১০টার দিকে স্থানীয় জেলেদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনেছে বন বিভাগ। এর আগে, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে সংরক্ষিত টেংরাগিরি বনের বেহুলা নামক স্থানে এ আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার তালতলীতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ টেংরাগিরি সংরক্ষিত বন। গতকাল রোববার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বড় নিশানবাড়িয়া ও সকিনা এলাকার সংরক্ষিত বনের নদীর পাশ দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। তবে বন বিভাগ তাৎক্ষণিকভাবে কোন স্থানে আগুন লেগেছে তা র্নিধারণ করতে পারেনি। পরে আজ সোমবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে বন বিভাগ। তবে আগুন কারণে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বন বিভাগের পক্ষ থেকে তা এখনো জানানো হয়নি।

পরিবেশ কর্মী আরিফুর রহমান বলেন, ‘সংরক্ষিত টেংরাগিরি বনের অংশে প্রায় ১৭ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন। এতে বনের অনেকটা অংশ পুড়ে গেছে। গতকাল সন্ধ্যা থেকে জ্বলছিল। কিছুদিন আগেও এরকম আগুন দিয়েছিল একটি চক্র।’

আরিফুর রহমান আরও বলেন, ‘বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে একটি চক্র বনে আগুন দিয়ে উপরের পাতাগুলো পুড়িয়ে গাছ কেটে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। বন ও বন্যপ্রাণী রক্ষায় আরও আন্তরিক এবং আইনের প্রতি জনগণের সচেতন হওয়া দরকার। তা না হলে বন উজাড় হয়ে যাবে।’

তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, ‘প্রথমে আমরা কোন স্থানে আগুন লেগেছে তা ঠিক করতে পারিনি। সকালে স্থান নিশ্চিত হয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখন থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রাথমিকভাবে আমাদের ধারণা জেলেরা বনের ভেতরে রান্না করেছে— সেখান থেকে আগুন লাগতে পারে। আমরা তদন্ত করে দেখছি, কে বা কারা আগুন দিয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

১৭ ঘণ্টা আগুন জ্বলার কারণে বনের কী ধরনের ক্ষতি হয়েছে? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে নিরূপণ করে জানানো হবে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host