ঝালকাঠির সুগন্ধা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত 

প্রকাশের তারিখ: মার্চ ২৬, ২০২৪ | ১০:৫৩ অপরাহ্ণ

রহিম রেজাঝালকাঠি প্রতিনিধি: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ঝালকাঠির সুগন্ধা নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। 

মঙ্গলবার বিকেলে সুগন্ধা নদীর ইকোপার্ক থেকে পৌর মিনি পার্ক পর্যন্ত ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন।


জাঁকজমকপূর্ণ এমন নৌকাবাইচকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজে মেতেছিল। এছাড়াও আশপাশের এলাকা থেকেও অসংখ্য মানুষ এই আয়োজন দেখতে সুগন্ধা নদীর দুই পাড়ে ভিড় জমান। গোপালগঞ্জ থেকে আসা বিভিন্ন আকৃতির বাহারি নৌকা আর রংবেরঙের পোশাক পরে প্রতিযোগীরা নৌকাবাইচে অংশ নেন। 

প্রতিযোগিতায় বিজয়ী দলকে পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এসময় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির উপস্থিত ছিলেন। 

প্রতিযোগীতায় ৭ টি নৌকা অংশগ্রহণ করে এতে শেখের হাট ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়।এছাড়া ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ২য় ও চেম্বার অফ কর্মাস ৩য় হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host