বাংলাদেশে বর্তমানে ভারতের তাবেদার সরকার শাসন করছে : বরিশালে ভিপি নুর

প্রকাশের তারিখ: মার্চ ২৮, ২০২৪ | ৭:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বাংলাদেশে বর্তমানে ভারতের তাবেদার সরকার শাসন করছে। কৃষি পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার কারনে এই দেশের কৃষক মরতে চলেছে। সিন্ডিকেট সবকিছু নিয়ন্ত্রণ করছে। পথে পথে চাঁদাবাজি চলছে। এ বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই। সমস্ত দলমত নির্বিশেষে সকল মানুষ এখন নির্যাতিত।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বরিশাল জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতিসভায় এ সব বলেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বরিশাল নগরের মোহনা কমিউনিটি সেন্টারে বরিশাল জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ। পরিচিতিসভা উপলক্ষে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host