২ দিনও থাকা হলো না নতুন ঘরে, আগু/নে পুড়ে ছাই বসতঘর

প্রকাশের তারিখ: এপ্রিল ১৫, ২০২৪ | ৯:১২ পূর্বাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপায় অজুফা বেগম(৩০) এর নতুন বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে ৫জন। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরহরিদেবপুর গ্রামে রবিবার দুপুর ১২টায়।
এতে নতুন বসতঘর ও আসবাবপত্র পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল প্যাদা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে গলাচিপা ফায়ার স্টেশনের সাব অফিসার মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে ১টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে সাব অফিসার মোঃ কামাল হোসেন জানিয়েছেন।
জানা গেছে,দিনমজুর ফারুক খান ও গৃহকর্মী অজুফার অল্প অল্প করে জমানো টাকায় নতুন ঘর তুলে শুক্রবার থেকে পরিবার নিয়ে থাকা শুরু করেছে। ঈদ এবং নতুন ঘর উদ্বোধনে আত্মীয় স্বজন বেড়াতে আছে। হঠাৎ দুপুর ১২টায় ঘরে দোতালায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ঘরের ভিতরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য ও প্রতিবেশিরা আগুন নেভাতে চেষ্টা চালায়। ঘরটি আগুনে পুড়ে যাওয়া এখন অসহায় পরিবারটি।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে সাহায্য করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host