ট্রাক চালক ও সহযোগী আটক

প্রকাশের তারিখ: এপ্রিল ১৭, ২০২৪ | ৮:৩০ অপরাহ্ণ

রহিম রেজা, ঝালকাঠি

 ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় ১৪ জন 

নিহত হওয়ার ঘটনায় ট্র্যাকের চালক ও হেলপারকে আটক করেছে ঝালকাঠি 

ডিবি পুলিশ। ঘটনার তিনঘন্টার মধ্যে শহরের বাসন্ডা গ্রাম থেকে অভিযান 

চালিয়ে তাদের আটক করা হয়। আটক চালকের নাম মো. আল-আমিন (২৯) তার 

বাড়ি ঝালকাঠি সদর উপজেলায় তার বাবার নাম আনসার উদ্দিন। আটক 

হেলপারের নাম নাজমুল (২২) তার বাড়ি খুলনায়। ঝালকাঠি ডিবি পুলিশের 

ওসি মোঃ মনিরুজ্জামান জানান, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় 

ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরের গ্রাম বাসন্ডা থেকে চালক এবং 

হেলপারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞ্সাাবাদে চালকের লাইসেন্স 

আছে বলে জানায়। আমরা তার লাইসেন্স যাচাই বাছাই করে দেখছি বৈধ 

আছে কিনা । আপাতত ১০০% কিছু বলা যাচ্ছে না।

মোঃ আঃ রহিম রেজা, ঝালকাঠি

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host