দুমকিতে সাংবাদিক নিয়াজ মোর্শেদ সেলিম এর দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ: এপ্রিল ১৭, ২০২৪ | ৯:২৫ অপরাহ্ণ

ওবায়দুর রহমান অভি, দুমকি প্রতিনিধি ঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার দুমকি গ্রামের বিশিষ্ট সাংবাদিক নিয়াজ মোর্শেদ সেলিম দীর্ঘদিন হৃদরোগের আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে মারা গেছেন।
মরহুম নিয়াজ মোর্শেদ সেলিম দীর্ঘদিন যাবৎ পটুয়াখালীতে অত্যন্ত সুনামের সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক বাংলাদেশের আলো ও দ্যা ডেইলি স্টেট পত্রিকায় পটুয়াখালী জেলা প্রতিনিধি এবং পটুয়াখালী জেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
মরহুম নিয়াজ মোর্শেদ সেলিম এর প্রথম জানাজার নামাজ পটুয়াখালী শহরের পুরান বাজারে সকাল ৯টায়, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ৯টায় শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১টায় দুমকিস্থ নিজ বাড়িতে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মৃত্যু কালে ৫২ বছর বয়সে তিনি বাবা, মা, তিন বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সাংবাদিক নিয়াজ মোর্শেদ সেলিম এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাব, দুমকি প্রেসক্লাব ও প্রেসক্লাব দুমকির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।#

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host