কাঠালিয়া প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাকে পিটিয়ে জখম

প্রকাশের তারিখ: এপ্রিল ১৯, ২০২৪ | ৩:৩১ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা কাঠালিয়া প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা বিউটি রানীকে (৪৫) পিটিয়ে জখম করেন দুর্বৃত্তরা। কাঠালিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে বিউটি রানী উপস্থিত ছিলেন এক পর্যায়ে অতর্কিতভাবে তার উপরে হামলা চালায় কাঠালিয়া সদর ইউনিয়নের বাসিন্দা মনির শিকদারের (৪৫) ছেলে সান সিকদার (২৪)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিউটি রানীর ভাইয়ের ছেলেদের সাথে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে।

এ ঘটনার বিষয়ে কাঠালিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা: দেবেন্দ্র নাথ সরকার বলেন, বিষয়টি আমি জেনেছি। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে থানাকে অবহিত করেছি।

কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন জানান, উক্ত ঘটনা বিষয়ে তিনি অবগত রয়েছেন বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকারকে জানানো হয়েছে।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার বলেন, ঘটনার কিছুক্ষণ পর তিনি বিষয়টি জানতে পারেন এবং ঘটনাস্থলে একজন পুলিশ সদস্যকে পাঠান। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host