মনপুরায় ব্যবসায়ীর দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি

প্রকাশের তারিখ: এপ্রিল ১৯, ২০২৪ | ৭:৩৪ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি ::: ভোলার মনপুরায় এক মুদি ব্যবসায়ীর দোকানের সিঁধ কেটে লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র। শুক্রবার ভোর রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট বাজারের এই ঘটনা ঘটে। চুরি হয়ে যাওয়া মুদি দোকানের মালিক হলেন, হাওলাদার ষ্টোরের মালিক নাজিম উদ্দিন হাওলাদার।

তিনি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা ও মুদি ব্যবসায়ী। মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি তিনি মুদি ব্যবসা করেন। চোর চক্র দোকানের টিনের বেড়া ও সিঁধ কেটে রয়েল সিগারেট ২২কার্টুন, নেভী ৪ কার্টুন, হলিউড ৫ কার্টুন, দুধ ৫শ গ্রাম ১২ কার্টুন, এলাচি ২কেজি, প্যারাসুট নারকেল তেল ১৫ পিচ, সোয়াবিন তৈল ১ কার্টুন ও জিরা ৩ কেজিসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

ব্যবসায়ী নিজাম হাওলাদার জানান, সকালে দোকান খুলে দেখি দোকানের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। পরে দেখি সিঁধ কেটে চোরেরা প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। বিষয়টি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও মনপুরা থানার ওসিকে জানিয়েছি।

এ ব্যাপারে মাষ্টারহাট বাজার কমিটির সভাপতি মোঃ পলাশ হাওলাদার বলেন, বাজারের ব্যবসায়ী মোঃ নিজামউদ্দিন হাওলাদার এর মুদি দোকানটি চুরির ঘটনা ঘটেছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। চোর ধরার জন্য পুলশের সহযোগিতা চাওয়া হয়েছে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, বিষয়টি জানার পর মাষ্টারহাট বাজার ব্যবসায়ীর মুদি দোকান চুরির বিষয় আমাকে জানিয়েছেন। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি-সম্পাদকদের সাথে বসে প্রয়োজনীয় ব্যাস্থা গ্রহন করব।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host