মির্জাগঞ্জে সড়কের বেহাল দশা

প্রকাশের তারিখ: এপ্রিল ২১, ২০২৪ | ৮:৩৭ অপরাহ্ণ
মোঃ গোলাম সরোয়ার মনজু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
অতিরিক্ত পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করায় মির্জাগঞ্জের গ্রামীণ সড়কের বেহাল দশা। ট্রাকসহ অতিরিক্ত পণ্যবাহী বিভিন্ন অতিরিক্ত মালামাল সহ ভারী যানবাহন  প্রতিনিয়ত ওই সড়ক দিয়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে চলাচল করে। এছাড়াও ওই সড়ক দিয়ে ইটভাটার মাল বহনকারী ছোট-বড় ট্রলি, ট্রাক্টর চলাচল করছে। এতে সংস্কারের এক বছর না যেতেই সড়কটির বেশকিছু অংশের পিচ ঢালাই ভেঙে উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বাভাবিক ওজনের ছোট ও মাঝারি যানবাহনসহ পথচারীদের এবং ধুলোবালিতে একাকার হচ্ছে আশপাশের গাছপালা ও ঘরবাড়ী। মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা সাহেব (র.)-এর ব্রিজের ঢাল হইতে মনহোরখালী ফেরিঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ওই সড়কটি অবস্থিত। নিয়মানুসারে গ্রামীণ সড়কে ৮ দশমিক ২ টন ওজনের যানবাহন চলাচল করতে পারবে। কিন্তু পণ্য ছাড়াই ৬-৭ টন ওজনের যানবাহন ওই সড়ক দিয়ে চলাচল করে। অতিরিক্ত পণ্য নিয়ে ওইসব যানবাহন চলাচল করায় সড়কটির বেহাল দশা হয়েছে বলে জানান স্থানীয়রা। উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী বলেন, বিভিন্ন ভারী যানবাহন অতিরিক্ত পণ্য নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করায় সড়কটি ব্যবহারে প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি রক্ষার্থে নির্ধারিত ওজন নিয়ে যেন যানবাহনগুলো চলাচল করে, এটাই আমার চাওয়া। মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, সড়কটির বিষয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা হয়েছে। সামনে সমন্বয় সভায় এই বিষয়টি উপস্থাপন করবো। পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ বলেন, সড়কটি সুন্দরভাবে সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আপাতত অতিরিক্ত পণ্যবাহী গাড়িগুলো যেন ওই সড়ক দিয়ে চলাচল করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে ভালো হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host