বরগুনায় আরও ১৫ জনের করোনা শনাক্ত

প্রকাশের তারিখ: আগস্ট ৫, ২০২০ | ৪:০৬ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় ২৪ ঘণ্টায় স্বাস্থ্যকর্মীসহ ১৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৬৭৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ভেতর ১৪ জন মারা গেছেন। জেলায় মোট সুস্থ হয়েছে ৪৩৫ জন।

সিভিল সার্জন কার্যালয়েরর স্বাস্থ্য বিভাগের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান ছালামতউল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি।এ উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ৩৩৬ জন।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ৭ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ১০ জন , আমতলী ও পাথরঘাটায় ২, তালতলী ১ জন করে রয়েছেন।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host