ঝালকাঠিতে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

প্রকাশের তারিখ: এপ্রিল ২৪, ২০২৪ | ৬:১০ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠিতে অনাবৃষ্টি ও তীব্র গরমে বৃষ্টি প্রার্থনার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় শহরের পশ্চিম গাবখান ফেরিঘাট জামে মসজিদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক। মসজিদের ইমাম মাওলানা কাওছার হোসেন হামিদীর আয়োজনে এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক বলেন, ‘খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তাআলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে।’

শিশু, যুবক, মধ্য বয়সী, বৃদ্ধদের উপস্থিতিতে নামাজ শেষে মোনাজাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার আকুতিতে আমীন আমীন শব্দে চোখের পানিতে চারদিকের পরিবেশ ভারী হয়ে ওঠে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host