বৃষ্টির জন্য বরিশাল সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে সালাতুল ইস্তিসকা আদায়

প্রকাশের তারিখ: এপ্রিল ২৫, ২০২৪ | ৩:৩৫ অপরাহ্ণ

বরিশাল বাণী: বৃহস্পতিবার সকাল ৯টায় বরিশাল মহানগরীর কেন্দ্রীয় আসমত আলী খান ইনস্টিটিউট (এ কে স্কুল) ময়দানে সন্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে সালাতুল ইস্তিসকা আদায় করা হয়েছে।
সাম্প্রতিক প্রচন্ড তাপদাহে সর্বস্তরের মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, শিশু-বৃদ্ধ, গাছ-পালা, ফল মূল এমন কি বনের পশু পাখি পর্যন্ত এক পশলা বৃষ্টির আশায় উন্মুখ হয়ে আছে।
এহেন পরিস্থিতিতে সম্মিলিত উলামাশায়েখ পরিষদের আহ্বানে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়।দোয়াপূর্বক সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত উলামা মাশায়েক পরিষদ বরিশাল এর আহ্বায়ক ও করিম কুটির জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসাইন, জামে কসাই মসজিদের ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন মইনী, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির লিকু ও এ কে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু, স্বাধীনতা ফোরাম বরিশাল শাখার আহবায়ক আলহাজ নুরুল আমিন প্রমুখ।
ইস্তিস্কার সালাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মিজানুর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান,নসরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল্লাহ।
নামাজে ইমামতির দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কামাল উদ্দিন মঈনী। ইস্তিস্কার সালাতে স্থানীয় শিক্ষক, রাজনীতিবিদ, আলেম উলামা, মাদ্রাসার ছাত্রসহ সকল পর্যায়ের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দুই হাত ওপরে তুলে আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। মোনাজাতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনা করেন। এমনকি চোখের পানি ফেলে মহান আল্লাহর নিকট ক্ষমা চেয়ে বৃষ্টি প্রার্থনা করেন তারা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host