বানারীপাড়ায় বসতঘরে লাগা আগুনে শতবর্ষী বৃদ্ধার করুন মৃত্যু

প্রকাশের তারিখ: এপ্রিল ২৬, ২০২৪ | ৪:৩২ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি ::: বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠিতে বসতঘরে আগুন লেগে আমিরুননেছা নামের শতবর্ষী এক নারীর করুন মৃত্যু হয়েছে। তবে কিভাবে ঘরে আগুন লেগেছে এ বিষয়ে কেউ বলতে পারছেন না। ফলে অগ্নিকান্ড রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন নিহত বৃদ্ধার স্বজন ও স্থানীয়রা।

বৃহস্পতিবার রাতে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মোশাররফ হোসেনের বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটে।

ঘটনাটি নিশ্চিত করে উদয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান রাহাদ আহমেদ ননী বলেন, রাতে সাড়ে ১০ টার দিকে ঘরে হঠাৎই আগুন লেগে মুহুর্তে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে কৃষক মোশাররফ হোসেনের ১২০ বছর বয়সী মা আমিরুন নেছাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে তিনি ছাড়া আর কেউ ছিলো না। কিভাবে আগুন লেগেছে কেউ বলতে পারে না। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই বসতঘরসহ বৃদ্ধা পুড়ে ছাই হয়ে যায়।

অশীতিপর বৃদ্ধার করুন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।

এদিকে কিভাবে ওইবসত ঘরে আগুন লেগেছে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host