কলাপাড়ায় সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ

প্রকাশের তারিখ: এপ্রিল ২৬, ২০২৪ | ৯:০৮ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে অভিযান চালিয়ে ৫০ মণ নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও সাত মণ হাঙর জব্দ করেছে কোস্ট গার্ড। আটককৃত এসব অবৈধ মাছের বর্তমান বাজারমূল্য ৫৮ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার মহিপুর থানার শিববাড়িয়া নদীর জননী বরফ কল সংলগ্ন এলাকা থেকে এসব মাছ জব্দ করে নিজামপুর কোস্ট গার্ড।

বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন বলেন, এসব মাছ কেটে শুঁটকি প্রক্রিয়াজাত করতে চেয়েছিলেন ব্যবসায়ীরা। অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। এ সময় অবৈধ মাছগুলোসহ একটি কাঠের বোর্ড জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ মাছ বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে নিজামপুর কোস্ট গার্ড মাটিচাপা দিয়ে ধ্বংস করে এবং পরবর্তীতে জব্দকৃত কাঠের বোর্ড ও বোর্ডে থাকা বৈধ মাছসহ মুচলেকা নিয়ে মৎস্য ব্যবসায়ী প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। নদী ও সাগরে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বন বিভাগের (মহিপুর) রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মাছগুলো জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বন বিভাগের এমন অভিযান সব সময় অব্যাহত থাকবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host