চুয়াডাঙ্গায় রেকর্ড সংখ্যক ৭১জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত

প্রকাশের তারিখ: আগস্ট ৬, ২০২০ | ৩:৪০ অপরাহ্ণ

এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে একইদিনে নতুন করে ৭১জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। বুধবার (৫ই আগস্ট) রাত ১০টার পর নতুন ৭১জন রোগী সনাক্তের খবর নিশ্চিত করে চুয়াডাঙ্গা স্বাস্থ্যবিভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৫৯জনে। ৩৭৪জন সুস্থসহ এ যাবৎ মৃত্যুবরণ করেছেন ১৩জন।

করোনায় আক্রান্তের দিক দিয়ে চুয়াডাঙ্গার অবস্থা ভয়াবহ হলেও স্বাস্থ্যবিধি মানার কোন দৃশ্যই চোখে পড়ছে না। সাধারণ মানুষ বলছে আমরা খেটে খাওয়া মানুষ আমাদের করোনা হবেনা। যারা এসির ভেতর থাকে তাদের হবে। এজন্য করোনা আতঙ্কে তারা এখন আর আতঙ্কিত নয়।

তবে যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের বেশীরভাগই উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুর পর তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

এখন আক্রান্তের পাশাপাশি যদি মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পায় তবে কোনভাবেই তখন সে অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাবেনা। এজন্য আগে থেকেই প্রতিরোধমূলক কার্যক্রম হাতে নেওয়ার জন্য জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলাবাসী।

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বার বারই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য অনুরোধ করা হচ্ছ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host