বরিশালে বাস শ্রমিকদের হামলার ঘটনায় দফায় দফায় বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রকাশের তারিখ: মে ৪, ২০২৪ | ৪:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে বহিরাগতের হামলায় বাস দুই বাস শ্রমিক আহত হওয়ার ঘটনায় দফায় দফায় বিক্ষোভ করেছে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা। এক পর্যায়ে সড়ক অবরোধ করে তারা।

শ্রমিকরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে মাদারীপুরের একটি বাস এক মোটরসাইকেল চালককে সাইড নিতে হর্ন দিলে মোটরসাইকেল চালক ও তার লোকজন বাস চালককে মারধর করে। তাকে বাঁচাতে অন্য শ্রমিকরা এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। আহতরা হলেন বাসচালক শাকিল ও শ্রমিক সৌরভ।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ শ্রমিকরা। তারা দফায় দফায় বিক্ষোভ করে এবং হামলাকারীদের আটক করে তাদের মারধরের চেষ্টা চালায়। একপর্যায়ে টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রাখে তারা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে সমঝোতার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host