স্বাস্থ্যবিধির বালাই নেইঃ কাউখালী থেকে লঞ্চে উপচেপড়া ভীড়

প্রকাশের তারিখ: আগস্ট ৭, ২০২০ | ৭:১৯ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ছুটছে সাধারণ মানুষ। কাউখালী থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে যাতায়াতের প্রধান মাধ্যম নৌপথ। তুলনামূলক কম ঝুঁকি এবং স্বল্প ভাড়ার কারণে নৌপথে আগ্রহ বেশি যাত্রীদের।

শুক্রবার (৭ আগষ্ট) বিকেলে কাউখালী লঞ্চ টার্মিনালে ঢাকাগামী লঞ্চে যাত্রীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীর ভীড়ে মুখর হয়ে ওঠে পন্টুন এলাকা। লঞ্চ পল্টুনে ভেড়ার সাথে সাথে হুড়োহুড়ি, ঠেলাঠেলি করে যাত্রীদের লঞ্চে উঠতে দেখা যায়।

ঈদে লঞ্চে চলাচলকারী যাত্রীদেরকে সরকার শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করার নির্দেশ প্রদান করেন। কিন্তু সেই কথা রাখেননি লঞ্চমালিক ও যাত্রীরা। বিকেলে কাউখালী লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায় সরকারি সব নির্দেশনা উপেক্ষা করে লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠানো হচ্ছে। স্বাস্থ্যবিধি রক্ষার কোনো বালাই ছিল না। অধিকাংশ যাত্রীদের মুখে ছিল না মাস্ক। শুক্রবার কাউখালী লঞ্চ ঘাট থেকে ৫টি লঞ্চ যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিটি লঞ্চের ডেকে একজনের শরীরের সঙ্গে আরেকজনকে ঘেঁষে বসে থাকতে দেখা গেছে। লঞ্চগুলোর ডেক ছিল যাত্রীতে গাদাগাদি।

সচেতন যাত্রীরা বললেন, পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হয়ে গেছে। অনেক বেসরকারি দফতর শনিবার খুলবে। ফলে দুর্ভোগ, ভোগান্তি মাথায় নিয়েই কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। তাই লঞ্চে যাত্রীরা অতিরিক্ত যাত্রী হয়ে কর্মস্থলে ফিরছে। এসময় যাত্রীদের কাউকে হাত ধুয়ে কিংবা হাত স্যানিটাইজ করে লঞ্চের ভেতর প্রবেশ করতে দেখা যায়নি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host