মঠবাড়িয়ায় ভুয়া কম্পিউটার চিকিৎসকের সন্ধান

প্রকাশের তারিখ: আগস্ট ৭, ২০২০ | ৯:১৭ অপরাহ্ণ

মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়ায় কম্পিউটার দিয়ে রোগী দেখা এক ভুয়া চিকিৎসকের সন্ধান পাওয়া গেছে। ওই ভুয়া চিকিৎসক বেতমোর বাজারে মেসার্স খান মেডিকেল হল নামে নিজস্ব একটি ফার্মেসীতে দীর্ঘদিন ধরে কম্পিউটার দিয়ে চিকিৎসার নামে মেডিসিন প্রাকটিস করে আসছে।

অনুসন্ধানে জানা যায়, ওই ভুয়া চিকিৎসক দালাল চক্রের মাধ্যমে কাকচিড়া, মানিকখালী, মিরুখালী, ধানীসাফাসহ বিভিন্ন এলাকা থেকে রোগী ভাগিয়ে এনে চিকিৎসার নামে প্রতারণা করে আসছে। একজন রোগী ভিড়িয়ে দিতে পারলে দালালচক্র পার্সেন্টেজ পেয়ে খুশিতে পোয়া বাড়ো।

বয়স ভেদে ঔষধ, সঠিক ডোজ, ঔষধের ভারসাম্য, লিভার ও কিডনির ওপর চাপ পরবে কিনা এসব বিবেচনা না করেই ভুয়া ডাক্তার সুন্দর করে কয়েকটি ওষুধ লিখে দেয়। এতে লিভার ও কিডনির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্হানীয়রা জানান, শুধু জেল বা জরিমানাই সমাধান নয়।এসব ভুয়া চিকিৎসকদের ধরতে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা দরকার।

এ ব্যাপারে পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মো.হাসনাত ইউসুফ জাকী জানান, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ পেলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে।”

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host