পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ‘বজ্রকন্ঠ’ বই এর মোড়ক উম্মোচন

প্রকাশের তারিখ: আগস্ট ৮, ২০২০ | ৪:৫৭ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ
পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষন সংকলন ‘বজ্রকন্ঠের’ এঁর মোড়ক উন্মোচন করা হয়।
শনিবার বেলা সাড়ে ১২ টায় জেলা শিশু একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিপহুইপ ও সরকারী প্রতিষ্ঠান সভাপতি আ.স.ম ফিরোজ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্মপ্রতি মন্ত্রী এ্যাড. মোঃ শাহজাহান মিয়া এমপি, পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা , জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ সুলতানা এমপি, পুলিশ সুপার মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভােকেট মােঃ গােলাম সরােয়ার ও জেলা ছাত্রলীগ এর সভাপতি মোঃ হাসান সিকদার।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দশটি ভাষণ নিয়ে বজ্রকন্ঠ নামে একটি বই এর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বক্তারা বলেন বজ্রকন্ঠ বইটি জাতির পিতা বঙ্গবন্ধু সম্বন্ধে আরও বেশি করে জানতে পারবেন এই বইটি পড়ে। বজ্রকণ্ঠ বইটি পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী সম্পাদনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোঃ মামুনুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ হেমায়েত উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জিএম সরকার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host