বরিশালে বেহুন্দি জালসহ তিন জেলে আ*টক

প্রকাশের তারিখ: মে ২৩, ২০২৪ | ৬:১৬ অপরাহ্ণ

অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার দায়ে বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে তিনটি বেহুন্দি জাল।বুধবার (২২ মে) রাতে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, থানা ও নৌপুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে মুলাদী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ তিনটি অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে মুলাদীর মেরিন ফিশারিজ কর্মকর্তা মিজানুর রহমান, থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল আমীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host