শেফা‘র স্বামী আছে, টিটুর স্ত্রী-সন্তান আছে ! তবু কেন ঘুরতে গিয়ে এই পরিনতি ?

প্রকাশের তারিখ: মে ২৩, ২০২৪ | ৮:৩৪ অপরাহ্ণ

বাণী ডেস্ক: পটুয়াখালীতে কথিত প্রেমিকের সঙ্গে মোটরসাইকেলে চড়ে ঘুরতে বেরিয়ে প্রাণ হারিয়েছেন পটুয়াখালীর গাজী মনিবুর রহমান নার্সিং কলেজের শিক্ষার্থী শেফা আক্তার।
মঙ্গলবার (২১ মে) রাতে ঘুরতে বের হয়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শাখারিয়া বাসস্ট্যান্ডে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় শেফা। পরে সেখান থেকে তুলে মুমূর্ষু অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শেফা আক্তার পটুয়াখালী গাজী মনিবুর রহমান নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার নৌকরণ ইউনিয়নর ২ নং ওয়ার্ডে। শেফা আক্তারের স্বামী বাংলাদেশ পুলিশে কর্মরত। আর কথিত প্রেমিক হাসনাত টিটু মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব। তার গ্রামের বাড়ি দমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে। তার স্ত্রী-সন্তান রয়েছে।
জানতে চাইলে পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম দুপুরে বলেন, ‘ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host