কলাপাড়ায় প্রতিমা ভাংচুরের মামলায় সন্দেহভাজন আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ: মে ২৪, ২০২৪ | ৬:৩১ অপরাহ্ণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়া পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরি মামলার সন্দেহভাজন আসামি মো. ইব্রাহিম প্যাদা (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২ টায় পার্শ্ববর্তী উপজেলার আমতলীর তারিকাটা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের আবু তাহেরের ছেলে বলে জানা যায়।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২ টার দিকে মন্দিরের প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ, র‌্যাব মন্দির এলাকা পরিদর্শন করে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেন। মঙ্গলবার রাতে মন্দির কমিটির সভাপতি গোসাই সাহা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, সি সি টিভির ফুটেজ দেখে সনাক্ত করে আসামীকে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে আমতলীর তারিকাটা থেকে গ্রেফতার করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host