গাবতলীতে মুক্তিযোদ্ধা শামসুল মারা গেছেন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশের তারিখ: আগস্ট ৮, ২০২০ | ৫:১৪ অপরাহ্ণ

মুহাম্মাদ আবু মুসা—
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বগুড়া উত্তর জোনাল কার্যালয়ের মূখ্য কর্মকর্তা সামসাদ এর বাবা অবসরপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শামসুল আলম দুদু নিউমুনিয়ায় আক্রান্ত হয়ে গত শুক্রবার দুপুর ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না—রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫বছর। তিনি স্ত্রী, ১ছেলে ২মেয়ে, নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার (৮আগষ্ট/২০) সকাল ৯টায় বগুড়া শহরের নারুলী উত্তরণ হাইস্কুল মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ যোহর গাবতলীর নাড়–য়ামালা হাইস্কুল মাঠে তাঁর ২য় নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নাড়–য়ামালা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সালমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আঃ গফুর, জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিম উদ্দিন, হুমায়ন আলম চান্দু, থানার ওসি (অপারেশন) লাল মিয়াসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host