উজিরপুরে ভাতা কার্যক্রম সম্পন্নকরনে অবহিতকরন সভা

প্রকাশের তারিখ: আগস্ট ৯, ২০২০ | ৫:৩৭ অপরাহ্ণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসুচির সফল বাস্তবায়ন ও ভাতা কার্যক্রমের সম্পন্নকরনের লক্ষ্যে সকল ইউনিয়নের জনপ্রতিনিধি এবং কাউন্সিলরদের নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে দিনব্যপী অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট রবিবার সকাল ১০ টায় নবনির্মিত উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস.এম জামাল হোসেন,সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,প্যানেল মেয়র, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক প্রেসক্লাবের সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন সরদার,ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,সীমা রানী শীল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসিব। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন,ছরোয়ার হোসেনসহ কাউন্সিলর ও ইউপি সদস্যগন। আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন উজিরপুরের সকল পরিবারকে ভাতা কার্যক্রম কর্মসুচির আওতায় আনা হবে এবং উপজেলাকে ডিজিটাল করা হবে। গরীব হতদরিদ্র আর কেউ থাকবেনা। ভাতা কার্যক্রম শত ভাগ নিশ্চিৎ করতে সকল জনপ্রতিনিধি ও কাউন্সিলরদেরকে সচ্ছ ভাবে কাজ করার আহবান জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host