নলছিটিতে কৃষককে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ: জুন ১৫, ২০২৪ | ১২:৪৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক।। ঝালকাঠি নলছিটিতে পূর্ব শত্রুতার জের ধরে জলিল হাওলাদার (৫০) নামের এক কৃষককে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আটটায় ওই থানার রানাপাশা ইউনিয়নের দক্ষিণ কাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত হল ওই গ্রামের বাসিন্দা আকছেদ আলী হাওলাদারের ছেলে।

বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত জলিল বলেন, প্রতিপক্ষ লাবু হাওলাদার এলাকায় মাদক বিক্রি করে । আমি তাদের বাধা প্রদান করলে লাবু হাওলাদার ,আয়নাল, পলাশ রাহুল সহ অজ্ঞাত ৩/৪ জন পরিকল্পিতভাবে এ হামলা চালায়।

পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিম ভর্তি করে।
এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host