মুলাদীতে ডোবা থেকে ছাগল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ: জুন ১৫, ২০২৪ | ৮:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের মুলাদীতে ডোবা থেকে এক ছাগল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার পশ্চিম চরকালেখান গ্রামে এই মরদেহ উদ্ধার হয়।

ছাগল ব্যবসায়ী মো. জানে আলম বেপারী শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের সাতকুড়ি বেপারীর ছেলে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকালে পশ্চিম চরকালেখান গ্রামের এক ডোবায় মরদেহ ও জুতা ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় ডোবা থেকে ওই ব্যবসায়ীর মোবাইল ফোনও উদ্ধার করা হয়। পরে মরদেহের পকেটে থাকা পলিথিনে মোড়ানো কাগজপত্র ও মোবাইল নম্বরে যোগাযোগ করা হয়। খবর পেয়ে তাঁর স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেন। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর সঠিক কারণ বলতে পারব।

জানে আলমের স্ত্রী রহিমা বেগম জানান, তার স্বামী ছাগলের ব্যবসা করতেন। শুক্রবার সকালে মুলাদীর চরকালেখান মাদ্রাসা বাজারে ছাগল কিনতে বের হয়। তার ধারণা দুর্বৃত্তরা টাকা ছিনিয়ে নিয়ে জানে আলমকে হত্যার পরে ডোবায় ফেলে গেছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host