গলাচিপার ডাকুয়া ইউনিয়নে ঈদুল আযহা উদযাপন

প্রকাশের তারিখ: জুন ১৬, ২০২৪ | ৬:০০ অপরাহ্ণ

সঞ্জিব দাস ,গলাচিপা পটুয়াখালী ,প্রতিনিধি
সৌদি আরবের সহিত মিল রেখে একদিন পূর্বে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৬নং ডাকুয়া গ্রামের ডাকুয়া ইউনিয়নের গাজী বাড়ী শাহ সুফি মমতাজিয়া যাহাগিড়িয়া খানকা শরীফ ঈদগাহ ময়দান সংগ্লন জামে মসজিদে পবিত্র ঈদ উল আযহার একটি জামাত আজ ১৬ জুন রবিবার সকাল সাড়ে ৮টায় অর্ধশত মুসল্লি নিয়ে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা পরে সারে ৯টার সময়ে শান্তিপূর্ণভাবে ঈদের জামাতটি শেষ হয়।
পবিত্র ঈদুল আযহার জামাতটি ইমামতি করেন উক্ত জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ওহিদুল ইসলাম। ইমাম জানান, সিলসিলায় আলিয়া কাদরিয়া জাহাঙ্গীরিয়া মমতাজিয়া দরবার শরীফের অনুশারিরা পূর্বকাল থেকেই নিয়োমানুযায়ী আমরা সৌদিআরব অনুসারে কোন সহিংসতা ছাড়াই বছরের দুইটি ঈদ উদযাপন করে আছেন স্থানীয় সিলসিলায় আলিয়া কাদরিয়া জাহাঙ্গীরিয়া মমতাজিয়া দরবার শরীফের অনুশারি ধর্মপ্রাণ মুসলমান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host