বাকেরগঞ্জে আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশের তারিখ: জুন ২৩, ২০২৪ | ১২:২৮ অপরাহ্ণ

বরিশাল বাণী:  পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাকেরগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে পৌর ভবনের অডিটিরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান ডাকুয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বরিশাল সংসদীয় ৬ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা বশির সিকদার, শহিদুল ইসলাম হাওলাদার সহ যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এর আগে সকালে বাকেরগঞ্জ উপজেলা চত্বরে পুস্পক অর্পণ করেন উপজেলা আ’লীগ। পরে একটি র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর ভবনের সামনে শেষ হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host