দশমিনায় আ’ লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন 

প্রকাশের তারিখ: জুন ২৩, ২০২৪ | ১০:৫০ অপরাহ্ণ
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।।
নানা কর্মসূচির মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় পটুয়াখালীর দশমিনায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকাল ৫টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহনেএকটি বর্ণাঢ  শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন- পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল কালাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.ইকবাল মাহামুদ লিটন প্রমুখ।###

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host