বর্ষাকালে পুকুর ও জলাশয়গুলোতে মাছ চাষের সুযোগ কাজে লাগাতে হবে : এমপি শাওন

প্রকাশের তারিখ: আগস্ট ১০, ২০২০ | ৭:৩৬ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি :: ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের মৎস্য খাত সমৃদ্ধশালী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধুর আদর্শে সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। ফলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।

সোমবার (১০ আগস্ট) লালমোহন উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর ও সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে তিনি এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে করোনাকালীন সঙ্কট মোকাবিলায় মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এমপি শাওন বলেন, দেশে বর্তমানে করোনা সঙ্কট চলছে। আমাদের মাছ চাষ বৃদ্ধি করতে হবে। বিশেষ করে বর্ষাকালে পুকুর ও জলাশয়গুলোতে মাছ চাষের সুযোগ সৃষ্টি হয়। এ সুযোগ কাজে লাগাতে হবে।

এদিন ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার প্রায় ২০টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এমপি শাওন।

এ সময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, লালমোহনের ইউএনও হাবিবুল হাসান রুমি, তজুমদ্দিনের ইউএনও আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host