রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহজালাল মিয়ার

প্রকাশের তারিখ: জুন ২৫, ২০২৪ | ১১:৫৬ অপরাহ্ণ

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা, আমতলী মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও সাবেক কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহজালাল মিয়া (৮০) সোমবার বিকেলে সাড়ে ৪টার সময় বরিশাল শেবাচিম হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও স্ত্রী রেখে গেছেন।

মঙ্গলবার সকাল ৯টায় আমতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার আলহজ্ব মোঃ শাহজালাল মিয়ার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার শেষে আমতলীর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার প্রদান করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান।

বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহজালাল মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, নারী সংসদ সদস্য প্রভাষক ফারজানা সুমী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host