নেছারাবাদে স্কুল ম্যানেজিং কমিটি বাতিল করল শিক্ষা বোর্ড

প্রকাশের তারিখ: জুন ২৭, ২০২৪ | ৭:৫৬ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুর নেছারাবাদের পল্লি মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের চলমান ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় অনুমোদিত কমিটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি বাতিল করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, পিরোজপুরের নেছারাবাদ উপজেলাধীন পল্লি মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ২০২৩ সালের ২১ ডিসেম্বরে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। অতঃপর ২৪ ডিসেম্বর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হয়। উল্লেখ্য কমিটির নির্বাচিত সদস্য ও টিআর সদস্যদের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করার জন্য ২৪ ডিসেম্বর মিটিং ডাক দেওয়া হয়। সে চিঠিতে স্থান নির্বাচন করা হয় বিদ্যালয় কক্ষে বিকেল ৩টায়। অথচ নিয়ম ও আইন বহির্ভূতভাবে নেছারবাদ উপজেলায় বসে রাত আনুমানিক ৮টার দিকে সভাপতি নির্বাচন করা হয়। যা সম্পূর্ণ আইনের পরিপন্থি।

আরও প্রকাশ থাকে, ২৬ ডিসেম্বরে কমিটি অনুমোদনের জন্য বোর্ডে প্রেরণ করা হয়। পরে ২০২৪ সালের ৩১ জানুয়ারিতে বোর্ড থেকে কমিটি অনুমোদন করা হয়। এতে ১১ ফেব্রুয়ারিতে ওই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। কিন্তু কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই অর্থাৎ ০৬ ফেব্রুয়ারিতে সভাপতি ও প্রধান শিক্ষক অবৈধভাবে বিলের কাগজে স্বাক্ষর করেন। বিল উত্তোলন করেন ৭ ফেব্রুয়ারি। যা ছিল আইন বহির্ভূত।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, লিখিত অভিযোগের আলোকে আমরা তদন্ত করে সত্যতা পেয়েছি। তারই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কমিটি বাতিলের সুপারিশ করেছিলাম। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ৩৫ (১) ধারা লঙ্ঘন করলে কমিটি বাতিল হবে এটাই স্বাভাবিক।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host