পটুয়াখালীতে ২৭ হাজার ক্যান নিষিদ্ধ চীনা বিয়ারসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ: জুন ২৮, ২০২৪ | ৬:২২ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীতে ২৬ হাজার ৮৮০ ক্যান আমদানি নিষিদ্ধ চীনা বিয়ার জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) ভোরে পটুয়াখালী টোল প্লাজায় একটি কাভার্ড ভ্যানে এ সব বিয়ার পাওয়া যায়।

তাঁরা হলেন- বাসিরুল ইসলাম (২৮), মেহেদী হাসান রাব্বি (২৩) ও রুবেল মুন্সী (২৭)। বাসিরুল ও মেহেদী পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে কর্মরত।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পটুয়াখালী টোল প্লাজা থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে। প্রতিটি ক্যান ৩৩০ এমএল ওজনের মোট ৮ হাজার ৮৭০ লিটার বিয়ার জব্দ করা হয়। এর বাজারমূল্য ২ কোটি ১৫ লাখ ৪ হাজার টাকা।

ধারণা করা হচ্ছে, চীন থেকে নৌপথে এসব বিয়ার পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে ঢাকায় পাচারকালে তা জব্দ করা হয়। বরিশাল বিভাগে জব্দ করা অবৈধ বিয়ারের এটাই সবচেয়ে বড় চালান।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host