পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ৪টি দোকান পু*ড়ে ছাই

প্রকাশের তারিখ: জুন ২৯, ২০২৪ | ৯:১৬ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার পাথরঘাটার পৌর শহরে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে । শনিবার (২৯ জুন) রাত সাড়ে ১২ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৮ নং ওয়ার্ডে উকিল পট্টি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪ ব্যবসায়ীর প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ব্যবসায়ীর হলেন- মোঃ সোহাগ মিয়া, মোঃ রাজু মিয়া, দুর্ব্যরঞ্জন কবিরাজ ও বিটুল এরা সকলেই স্টুডিও ব্যবসায়ী।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামান খান, অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।

প্রত্যক্ষদর্শী পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পৌঁছাই এবং স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ভেতরে আবাসিক ভবনে কিছু সংখ্যক মানুষ আটকা পড়েছিল তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে উদ্ধারকর্মী আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছে।

তিনি আরো বলেন- এতে ব্যবসায়ীদের প্রায় ৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারনা। তবে এখনো তদন্ত চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host