লালমোহনে শিশুর নামকরণ অনুষ্ঠানে বাসি-পঁচা মিষ্টি খেয়ে হাসপাতালে ১০ শিশু

প্রকাশের তারিখ: আগস্ট ১১, ২০২০ | ৩:৫৪ অপরাহ্ণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি :: ভোলার লালমোহনে নবজাতক শিশুর নাম রাখা অনুষ্ঠানের মিষ্টি খেয়ে ১০ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকার ইউসুফ আলী শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

অসুস্থ এসব শিশুরা হলো- আদন (৪), আল আরাবি (২), নাফিস (২), ইসমাইল (২), নিশাত (৫), সাদিয়া আক্তার (৫), ইমন (৪), জিহান (১), জিনিয়া (৫), নুহা (৩)।

জানা গেছে, উপজেলার ফুলবাগিচা গ্রামের ৮নং ওয়ার্ডের ইউসুফ আলী শিকদার বাড়ির ফারুকের ঘরে তার মেয়ে গত পাঁচদিন আগে এক নবজাতকের জন্ম দেন। গ্রাম্যরীতি অনুযায়ী সোমবার ওই নবজাতকের নামরাখাসহ ছয়দিন পূর্ণ হওয়া উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ফারুকের মেয়ের শ্বাশুড়ি আক্তারা বেগম দাদী হওয়ার আনন্দে মিষ্টি নিয়ে আসে। বাড়ির প্রত্যেক ঘরে দুটি করে মিষ্টি দেয়া হয়। ওই মিষ্টি খেয়ে বাড়ির অন্তত ১০ শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান জানান, শিশুদের বাসি পঁচা মিষ্টি খাওয়ানো হয়েছে। যার কারণে প্রত্যেকের ফুড পয়জনিং হয়েছে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশ হাসপাতালে গিয়ে শিশুদের অবস্থা পর্যবেক্ষণ করেছে। কেনো এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host