কাঠালিয়ায় জমি-জমা বিরোধে ৭ জনের রগ কর্তন

প্রকাশের তারিখ: আগস্ট ১১, ২০২০ | ৮:১১ অপরাহ্ণ

বরিশাল বাণী
কাঠালিয়ায় জমি বিরোধের জের ধরে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে-পিটিয়ে রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার আওরাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই এলাকার মৃত জবেদ আলীর ছেলে নুর আলম হাওলাদার ও নুর আলমের স্ত্রী হোসনেয়ারা বেগম, ছেলে রুহুল আমিন, তারেক হাওলাদার, বোনের ছেলে কালাম হাওলাদার, মেয়ে জামাই বরকতউল্লাহ। এদের মধ্যে গুরুতর নুর আলম, হোসনেয়ারা ও বরকতকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে নুর আলমের ক্রয়কৃত জমি নিয়ে একই এলাকার মৃত কেতাব আলীর চেয়ারম্যানের ছেলে আঃ সোবাহান মেম্বারের সাথে বিরোধ চলে আসছে। সোবাহান বিভিন্ন সময় তার সহযোগীদের নিয়ে নুর আলমের ক্রয়কৃত জমি জবর দখলের চেস্টা চালায়। এ নিয়ে বিভিন্ন সময় নুর আলম ও তার পরিবারকে খুন জখমের হুমকি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন সোবাহানের নেতৃত্বে তার ছেলে সাইফুল হাওলাদারসহ ছালাম, রাজা, বাবু, হাবিব হাওলাদার, রফিক হাওলাদার অজ্ঞাত ২৫/৩০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে নুর আলমসহ অন্যান্যদের কুপিয়ে-পিটিয়ে জখম করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানিয়েছেন। মামলার অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন কাঠালিয়া থানার ওসি। অপরদিকে ঘটনা ভিন্নদিকে প্রবাহিত করতে সোবাহানের ৩/৪ জন সহযোগী আহত দেখিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host