বিশেষ নাটক ‘ভাড়া বাড়ীর, বাড়াবাড়ি’

প্রকাশের তারিখ: আগস্ট ১২, ২০২০ | ১২:৪৬ অপরাহ্ণ

এ আল মামুন, বিনোদন প্রতিবেদকঃ আকবর হোসেন ঢাকা শহরে একটি বাড়ির মালিক, তবে অন্য দশজন বাড়ি ওয়ালাদের মত তিনি নন। চারিত্রিক বৈশিষ্টের কথা বলতে গেলে কিছুটা রাগী, অর্থাৎ কূপন টাইপের লোক। তার আয়ের উৎস ঐ বাড়ি ভাড়া। তবে বাড়ী ভাড়া দেওয়ার কঠিন শর্তাবলী। কঠিন নিয়মের কারণে কোন ভাড়াটিয়াই ভাড়া এসে বেশি দিন থাকতে পারেন না। তাই আপাতত পুরো বাড়ীতে কোন ভাড়াটিয়া নেই। তার পরিবারে আছে দুটো সমবয়সী কলেজ পড়ুয়া বোন। তাদের একজনের নাম মরিয়ম অন্য জনের নাম মর্জিনা দেখতে শুনতে বেশ সুন্দর। ভাই এতটাই কূপন যে, দুই বোনকে এক সেট বই দিয়ে লেখাপড়া করতে হয়, কালো রংয়ের বোরখা পড়ে কলেজে যাতায়াত করতে হয়। ছেলেদের সাথে কথা বলা নিষেধ, রীতিমতো মেয়েরাও তাদের ভাই এই রকম নির্মম আচরণে বিরক্ত। আধুনিক যুগের বোন হয়েও তাদের হাতে কোন মোবাইল নেই। যেহেতু ভাই তাই অনেক কিছুই মানিয়ে নিচ্ছে। এমনই কমেডিয়ান গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘ভাড়া বাড়ীর, বাড়াবাড়ি।’ মিজানুর রহমানের রচনায় নাটকটি পরিচালনায় করেছেন এস আই সোহেল ও সজল সিনহা।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, এলেন শুভ্র, নাবিলা ইসলাম, চিত্রনায়িকা মৌমিতা মৌ, সালমান রাফি প্রমূখ। নির্মাতা সোহেল বলেন, ‘ভাড়া বাড়ীর, বাড়াবাড়ি’ নাটকটি কমেডিয়ান হাস্যরসে ভরপুর। করোনার এ সময়ে আমরা স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করেছি। খুব শীঘ্রই মাছরাঙা টিভিতে নাটকটি প্রচার হবে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host