চরফ্যাসনে গৃহবধুর উপর সন্ত্রাসী হামলায় আহত ২, আটক ৩

প্রকাশের তারিখ: আগস্ট ১২, ২০২০ | ১১:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে আমেনা নামের এক গৃহবধূর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকালে দুলারহাট থানাধীন আহাম্মদপুর ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় গৃহবধূ মোসাঃ আমেনা ও স্থানীয় দফাদার জসিম উদ্দিনসহ ২ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

খবর পেয়ে দুলারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনকে আটক করেছে বলে সূত্রে জানা গেছে। আটকৃতরা হলেন,মোঃ মোতাহার পিতা-মৃত ইদ্রিস, ছগির পিতা মোঃমোতাহার ও আরিফ পিতা মোঃ মোস্তফা।

গৃহবধূ আমেনা অভিযোগ করে বলেন , আমার স্বামী দক্ষিন কোরিয়া থাকে তিনি দ্বিতীয় বিবাহ করায় আমাকে নিয়ে সংসার করতে চায়না। আমার সাথে দশ মাস পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করছেনা। আমার স্বামী প্রবাসে থাকায় আমার দেবর ও শ্বশুর মিলে দুলারহাট বাজার থেকে সন্ত্রাসী এনে আমাকে এবং আমার সন্তানদেরকে ঘর থেকে বের করে দিয়ে সকল মালামাল নিয়ে যেতে চেয়েছে এবং আমাকে ব্যাপক মারধর করেছে।

আমার ছোট তিন বছরের বাচ্চাটার হাতেও আঘাত করেছে।
এ ঘটনায় দুলারহাট থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমরা জেনেছি পুলিশ জড়িতদের আটক করেছে। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।
এম লোকমান হোসেন
চরফ্যাশন ভোলা

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host