পটুয়াখালীতে পুলিশবক্স ভাংচুর, বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ: আগস্ট ৪, ২০২৪ | ৬:৪৩ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি ::: এক দফা দাবি নিয়ে কুয়াকাটা-পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী চৌরাস্তায় সড়ক অবরোধ করেছেন বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। একপর্যায়ে চৌরাস্তার পুলিশ বক্সটি ভাঙচুর করে আন্দোলনকারীরা। আজ রোববার সকাল ১০টা থেকে তারা আন্দোলন শুরু করেন। এ সময় ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দূরপাল্লার সকল পরিবহন বন্ধ রয়েছে।

বেলা বাড়ার সাথে সাথে লাঠিসোঁটা, ইট নিয়ে বিক্ষোভে আসতে থাকে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা। এরপরই পরই উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে চৌরাস্তার পুলিশ বক্সটি ভাঙচুর করে আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে ৭১ টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আহসানুল কবির রিপন আহত হন। তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ সময়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে চৌরাস্তা এলাকায়।

একই সময়ে পটুয়াখালী সেনানিবাসের সামনে বিক্ষোভ করে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। পরে আশপাশের শিক্ষার্থীরাও তাঁদের সাথে যোগ দেন।

এদিকে ছাত্রলীগও অবস্থান নেয় শহীদ মিনার এলাকায়। তবে দুই পক্ষের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বর্তমানে পটুয়াখালীতে থমথমে অবস্থা বিরাজ করছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host