বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

প্রকাশের তারিখ: আগস্ট ১৩, ২০২০ | ৯:০৩ অপরাহ্ণ

বরিশাল বাণীঃ
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে অদ্য ১৩ আগস্ট বরিশাল অঞ্চলের কর্মসূচি উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন।
দুপুর ২ টায় বিভাগীয় সরকারি গনগ্রন্থাগার আঙিনায় নিজ হাতে বৃক্ষরোপনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রফেসর স ম ইমানুল হাকিম, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, বিভাগীয় সরকারি গনগ্রন্থাগারের সহকারী পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মকর্তা তরুণ কুমার দেবনাথ সহ বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠক স্বেচ্ছাসেবকগন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host