বরিশাল বিএনপিতে অসন্তোষঃ ৩১ সদস্যের মহানগর কমিটির প্রস্তাব

প্রকাশের তারিখ: আগস্ট ১৪, ২০২০ | ১২:০৮ পূর্বাহ্ণ

আসাদুজ্জামান ॥ বরিশাল মহানগর বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় কমিটির সমন্বয়ক আবদুল আউয়াল মিন্টু এর নিকট প্রস্তাবিত কমিটি জমা দেয়া হয়েছে। ঐ প্রস্তাবিত কমিটিতে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক পদে আহসান হাবিব কামাল ও সিনিয়র যুগ্ম আহবায়ক পদে এ্যাড. মহসিন মন্টুর নাম রয়েছে । কমিটির অন্যান্য পদে আরো যে সকল নেতাকর্মীদের নাম রয়েছে, তারা বেশিরভাগই সুবিধাভোগী বিএনপি নেতা বলে জানা গেছে। প্রস্তাবিত কমিটির বিষয়ে বরিশালে জানাজানি হলে, বরিশাল বিএনপিতে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। তৃণমুল থেকে রাজনীতি করে আওয়ামীলীগ সরকারের রোষানলে পরে নির্যাতিত হয়ে আজও যারা বিএনপির ঝান্ডা নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের নেতৃত্বে ছিলেন, তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরিশালের বিএনপির নেতৃবৃন্দের অতীত ও বর্তমান কর্মকান্ড যাচাই-বাছাই করে একটা সঠিক সিদ্ধান্ত দিবেন বলে সিংহভাগ বিএনপি নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন। ত্যাগীদের বাদ দিয়ে ভোগীদের পদ-পদবী দিয়ে বরিশাল বিএনপির নেতৃত্বে আনা হলে আন্দোলনের সহ যোদ্ধারা রাজপথে না থেকে ঘরমুখো হয়ে যাবে। এমন পরিস্থিতিতে হাতে গোনা ২/১ জন নেতা বাদে সকল নেতা কর্মীরা প্রস্তাবিত কমিটি নিয়ে চরম ক্ষোভ ও হতাশায় ভুগছেন। ১৯৯৩ সালে বরিশাল পৌর বিএনপির সভাপতি ছিলেন আহসান হাবিব কামাল। ২০০৩ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আহসান হাবিব কামালকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছিলো। পরে সিটি নির্বাচনে মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হয়ে বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে অন্যদের সুবিধা দেয়ায় আহসান হাবিব কামালের উপর দলীয় নেতাকর্মীদের নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়। দলীয় বিভিন্ন কর্মসূচী পালনে বিএনপি নেতা কর্মীরা আহসান হাবিব কামালের দারস্থ হলে, বিএনপির রাজনীতি থেকে তিনি দুরে চলে গেছেন বলে দাবী করে নেতাকর্মীদের কে হতাশ করেছিলেন। আহসান হাবিব কামালের নেতৃত্বে বিসিসিতে আওয়ামীলীগের কর্মসূচী বাস্তবায়নে তৎকালীন সময় নগর বিএনপির তোপের মুখে পরেছিলেন তিনি। এছাড়াও নানান দলীয় অভিযোগে অভিযুক্ত আহসান হাবিব কামালকে নগর বিএনপির আহবায়ক করে কেন্দ্রে প্রস্তাব পাঠানোর ফলে বরিশাল বিএনপিতে চরম অসন্তোষ দেখা দিয়েছে। জানা গেছে, বরিশাল বিএনপির সিংহভাগ ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীর নাম নেই ঐ প্রস্তাবিত নগর বিএনপির কমিটিতে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host